ঢাকা, ২০২৪-০৪-৩০ | ১৬ বৈশাখ,  ১৪৩১

চাঁদা না পেয়ে আমেরিকা প্রবাসীর সীমানা প্রাচীর ভাংচুর

প্রবাস নিউজ :

প্রকাশিত: ০৮:২১, ১১ আগস্ট ২০২৩   আপডেট: ০৮:২৭, ১১ আগস্ট ২০২৩

গোপাল গঞ্জের কোটালি পাড়ায় এক আমেরিকা প্রবাসীর কাছে মোটা অংকের চাঁদা  দাবি করেছে স্থানীয় সন্ত্রাসীরা। চাদা না পেয়ে তার নির্মিয়মান বাড়ির দেয়াল ভেঙ্গে ফেলা হয়েছে।

ঘটনাটি ঘটেছে কোটালী পাড়া উপজেলার দক্ষিণ কয়খা গ্রামে। এই গ্রামের সন্তান কাজী মনিরুজ্জামান মিলন আমেরিকার টেনেসি অঙ্গ রাজ্যের ব্যবসায়ী। তিনি প্রায় এক যুগের বেশি সময় আমেরিকা বসবাস করছেন।

কোটালিপাড়া থানায় কাজী মনিরুজ্জামাননের মামা জাহাঙ্গীর হোসেনের করা সাধারন ডায়রির বিবরন থেকে জানা যায়, কিছুদিন আগে তিনি (কাজী মনিরুজ্জামান) দক্ষিণ কয়খা মৌজায় ৫ দশমিক ৯ শতাংশ জমি কিনে সেখানে স্থাপনা তৈরীর কাজে হাত দেন। এ সময় স্থানীয় ভূমিদখলকারী ও চাদাবাজ আজিজুর গাজী প্রবাসী মিলনের মিলনের মামার কাছে ৫০ হাজার টাকা চাদা বাদি করে। চাদা দিতে অস্বীকার করায় গত ৮ আগষ্ট রাতে আজিজুর তার দলবলসহ হামলা করে। এ সময় তারা সদ্য নির্মিত বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে।

বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসী মিলনের মামা জাহাঙ্গীর। থানা পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

 

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়