ঢাকা, ২০২৪-০৫-১৪ | ৩১ বৈশাখ,  ১৪৩১

সিরিজ খেলতে চার বছর পর বাংলাদেশে পা রাখল জিম্বাবুয়ে

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০২:৪৮, ২৯ এপ্রিল ২০২৪  

রোববার (২৮ এপ্রিল) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে জিম্বাবুয়ে। সেখানে তাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

জিম্বাবুয়ে সবশেষ বাংলাদেশের মাটিতে পা রেখেছিল ২০২০ সালের মার্চে। সেবার টাইগারদের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলে সবকটি হেরেছিল  তারা। এবার অবশ্য লড়াইটা হবে শুধু টি-টোয়েন্টিতে। জুনের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সিকান্দার রাজাদের বিপক্ষে ঘরের মাটিতে খেলবে শান্ত বাহিনী।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ৩ মে। এরপর ৫ ও ৭ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। ১০ ও ১২ মে হবে সিরিজের শেষ দুই ম্যাচ। সবগুলো ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৪ এপ্রিল বাংলাদেশ সফরের জন্য সিকান্দার রাজাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্র্যানান বেনেট, রায়ান বার্ল, জোনাথান ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গুম্বি, লুক জঙ্গুয়ে, ক্লাইভ মাদানদে, তাদিওয়ানাসি মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইনস্লে এনডলভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।

সর্বশেষ
জনপ্রিয়