ঢাকা, ২০২৪-০৪-২৭ | ১৩ বৈশাখ,  ১৪৩১

সম্মিলিত বরিশাল বিভাগবাসীর বার্ষিক ইফতার অনুষ্ঠিত

প্রবাস নিউজ ডেস্ক :

প্রকাশিত: ১৯:২০, ২১ মার্চ ২০২৪  

সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএর উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের আল-আকসা পার্টি হলে গত সোমবার। ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির বর্তমান সভাপতি জনাব এম.এ সালাম আকন্দ এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারন সম্পাদক লস্কর মাইজুর রহমান জুয়েল। বিশেষ ব্ক্তা  ছিলেন, ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল্লাহ, প্রধান অতিথি ছিলেন, পীর ও ইমাম  শাহ্ মোঃ সাইফুল্লাহ সিদ্দিকী।
সার্বিক সহযোগীতায় কাজী রবি-উজ-জামান, ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক সভাপতি ডাঃ আব্দুস সবুর ও কমিউনিটি প্লানিং বোর্ড-৯ এর চেয়ারম্যান এবং কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ এন মজুমদার। সমিতির ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান বাচ্চু,আব্দুর রহিম বাদশা, ডাঃ রোমানা সবুর,তাহেরুল ইসলাম তালুকদার। কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে উপস্হিত ছিলেন-
সহ সভাপতি কামরুজ্জামান বাচ্চু, আব্দুর রব হাওলাদার সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ,প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাহিত্য সম্পাদক সুধাংশু কুমার মন্ডল, প্রচার সম্পাদক কাজী রবিউজ্জামান প্রমুখ।
সহযোগিতা করেন-ইমরান শাহ রন, জাফর তালুকদার, মোস্তাক চৌধুরী (সাবেক চেয়ারম্যান) জাগুয়া, বরিশাল, নাসির উদ্দিন চিনু (সাবেক চেয়ারম্যান) উজিরপুর, 
মাজারুল ইসলাম মিরন ( সদস্য সচিব )বরিশাল জাতীয়তাবাদী ফোরাম, ফারদিন রনি,মোঃ মনির।শামীম হক, রাশেদ মিলন, বরকত, সৈকত, অভি, রুবেল, নাজু ভাই, রুমা প্রমুখ। অতিথী হিসাবে উপস্থিত ছিলে ব্রঙ্কস কমিউনিটির 
মুক্তিযোদ্ধা আব্দুর রউফ (সভাপতি) সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনটিতোফায়েল আহমেদ চৌধুরী (উপদেস্ঠা ) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউ.এস.এ ইনক। ভারপ্রাপ্ত কমান্ডর মুক্তিযোদ্ধা এম এ নাসির,
মুক্তিযোদ্ধা  ডিপুটি কমান্ডর মুক্তিযোদ্ধা  আব্দুস সালাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউ.এস.এ ইনক। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সি। সিরাজ উদ্দিন সোহাগ, কমিনিটি এ্যাক্টিভিস্ট। কামাল উদ্দিন সভাপতি ( বিবিএ)।
মিয়া মোহাম্মদ দাউদ ( সভাপতি ) কুমিল্লা সোসাইটি অফ ইউ.এস.এ ইনক।
জামাল উদ্দিন আহম্মেদ কাউছার চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, অধ্যাপক কামাল হোসেন, তৌহিদুল ইসলাম, কর্পোরল (অবঃ) আব্দুল মতিন , এস.এম একরাম উল্লাহ, সাইফুল ইসলাম, খলিলুর রহমান (রহমান)। দোয়া পরিচালনা করেনঃ পীর ও ইমাম  শাহ্ মোঃ সাইফুল্লাহ সিদ্দিকী।

আরও পড়ুন
সর্বশেষ
জনপ্রিয়