ঢাকা, ২০২৪-০৪-২৭ | ১৩ বৈশাখ,  ১৪৩১

শত শত প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে

জমকালো আয়োজনে মেমফিসে বৈশাখী উৎসব ও বাংলা নববর্ষ উদযাপন

শামীম আহমেদ, মেমফিস, টেনেসি থেকে ফিরে

প্রকাশিত: ১৮:৫৮, ১৬ জুন ২০২৩   আপডেট: ০৪:০০, ১৯ জুন ২০২৩

টেসেনির মেমফিসে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব ও বাংলানববর্ষ উদযাপন করেছে সেখানকার বাংলাদেশী কমুউনিটি। গত রোববার সিটির স্থানীয় গোল্ডেন প্যালেস পার্টি হলে পরিবার পরিজনসহ শত শত মানুষ এতে যোগ দেন। অনুষ্ঠানটির আয়োজক ছিলো বাংলাদেশ কমুউনিটি অব ফেমফিস।

অনুষ্ঠানে নারী পুরুষ নির্বিশেষে বর্ণিল পোশাকে সেজে উপস্থিত হন শত শত মানুষ। তাদের মধ্যে ছিলো বাধভাঙ্গা আনন্দের জোয়ার।

উৎসবে ছিলো বাংলা নববর্ষের আলোচনা ও স্মৃতিচারন, নাচ, গান, রাফেলড্রসহ নানা আয়োজন। বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী রিজিয়া পারভীন ও প্রতীক হাসান, নিলয়সহ স্থানীয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন।

পবিত্র কোরাআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তেলওয়াত করেন মালিহা। নার্গিস সুলতানার উপস্থাপনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিপাবলিকান পার্টির নেতা নাসের ফয়জুল্লাহ, ব্যবসায়ী শেখ মহিউদ্দিন আহমেদ মঈন, বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন অব টেনেসির সভাপতি আব্দুর রহিম গাজী, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিষ্টার মেহেদী হাসান।

অনুষ্ঠানে সঙ্গীত আমন্ত্রিত শিল্পীরা ছাড়াও স্থানীয় শিল্পীদের মধ্য থেকে সঙ্গীত পরিবেশন করেন, সানাউল্লাহ সানি, এম আহমেদ নিলয়, আক্তার, শুভ, সোহেল, মাসুম, লিটা। নৃত্য পরিবেশন করেন সুরাইয়া অর্পা, অনি, তাশফিয়া, তানজিয়া, রাইস, শুভ এবং মৌ। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন লিটা, নার্গিস, স্বর্ণা, জেসমিন, আক্তার, সানি, মাসুম ও শুভ।

অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উদযাপন আহ্বায়ক আব্দুর রহিম গাজী, যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ সানি, আকতার হোসেন, সদস্য শেখ মহিউদ্দিন মঈন, ওয়াহিদুজ্জামান বাবলু, রফিক হাওলাদার, কালচারাল কমিটি আহ্বায়ক সৈয়দ শাহারিয়া ফারুক, র‍্যাফেল ড্র কমিটির আহ্বায়ক র‍্যাফেল ড্র কমিটির আহ্বায়ক এম আহমেদ নিলয়, আর্টিষ্ট কমিটির আহ্বায়ক মফিজুল ইসলাম, মিডিয়া এন্ড কমিটির আহ্বায়ক সরকার আব্দুল মতিন সরকার, বাজেট এন্ড ফাইন্যান্স কমিটির আহ্বায়ক জাকির হোসেন, ফুড কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সাজসজ্জা কমিটির আহ্বায়ক মাহমুদুল কলিম শুভ, পারচেজ কমিটির আহ্বায়ক তুর্ণ হাসান, অভ্যর্থনা কমিটির আহ্বায়ক আরিফুর রহমান, স্ন্যাকস এন্ড বেভারেজ কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম হীরা, সাউন্ড এন্ড লাইটং কমিটির আহ্বায়ক মোঃ জিয়াউদ্দিন আহমেদ মাসুম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিষ্টার মেহেদী হাসান বলেন, বৈশাখী উৎসব আর বাঙালি দু’টি শব্দ যেন আপন মহিমায় মিলেমিলে একাকার। আর বাঙালির জাতিগত বৈশিষ্ট হলো তারা যেখানেই যায় একা থাকতে পছন্দ করে না। মিলেমিলে গলাগলি ধরে চলে। আর বৈশাখের মতো এমন উৎসব তাদের পারস্পারিক সম্পর্কের ভিত্তি শুধু মজবুত করেনা। এককজন আরেক জনের প্রতি সমমর্মী মানুষ হবার এক অবারিত সুযোগ সৃষ্টি করে। এবারের মেমফিসের বৈশাখী উৎসবও তার ব্যতিক্রম ছিলো না। তিনি এই বন্ধন এবং সম্প্রীতি অটুট রাখারও আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, এ প্রজন্মের ছোট্ট শিশুকিশোরদের বাঙলা সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়া এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

টেনেসিতে পরিবারসহ বসবাস করেন তিনশোর বেশি মানুষ। যাদের অধিকাংশ বাংলাদেশী ব্যবসা বানিজ্য শুধু নয়, কেউ কেউ মূলধারার রাজনীতির সাথেও জড়িত। পেশাজীবনের পাশাপাশি যখনই সময় পান তারা হয়ে ওঠেন উৎসব মূখর।

 

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়