ঢাকা, ২০২৪-০৪-৩০ | ১৭ বৈশাখ,  ১৪৩১

সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্সে দাপটে ‘রাজকুমার’, অন্য সিনেমার কী

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০১:৫৪, ১৮ এপ্রিল ২০২৪  

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ১১টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করছে শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত 'রাজকুমার' সিনেমাটি।

দেশের সর্বোচ্চ ১২৭ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে ঈদের প্রথমদিন থেকে শুরু করে এখন পর্যন্ত সব মাল্টিপ্লেক্সের প্রতিটা শো হাউজফুল যাচ্ছে। মাল্টিপ্লেক্স ছাড়া সিঙ্গেল স্ক্রিনগুলোতেও দাপটের সাথে চলছে সিনেমাটি।

ইতোমধ্যে স্টার সিনেপ্লেক্সে ঈদে মুক্তির দ্বিতীয়দিন ১৩টি থেকে ১৭টি শো পেয়েছে। আগামী সপ্তাহে আরও শো বাড়বে বলে আশা করছে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া।

আরশাদ আদনান প্রযোজিত 'রাজকুমার' সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছে কোর্টনি কফি। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মাহিয়া মাহিসহ অনেকে। ইতোমধ্যে সিনেমার 'রাজকুমার' গানটি এক কোটি ভিউ অতিক্রম করেছে।

অন্যদিকে, শরিফুল রাজ অভিনীত তিনটি সিনেমা এই ঈদে মুক্তি পেয়েছে। মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে রয়েছে—গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'কাজল রেখা', মুহম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত 'ওমর' ও মিশুক মনি পরিচালিত সিনেমা 'দেয়ালের দেশ'।

এই তিন সিনেমার মধ্যে মাল্টিপ্লেক্সে এগিয়ে আছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমা 'ওমর'। সিনেমায় শরীফুল রাজ ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খানসহ অনেকেই।

তারপরে অবস্থান করছে মিশুক মনি পরিচালিত সরকারি অনুদানের সিনেমা 'দেয়ালের দেশ'। শবনম বুবলি ও শরীফুল রাজের অভিনয় প্রশংসিত হচ্ছে দর্শকদের মধ্যে। আগামী সপ্তাহে সিনেমাটির অবস্থান আরও ভালো হবে মনে করছেন সংশ্লিষ্টরা।  

খ্যাতিমান নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'কাজল রেখা' সিনেমাটি যারা দেখেছেন, পছন্দ করছেন। আগামী সপ্তাহে ভালো চলতে পারে বলে সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছে। 'কাজলরেখা' সিনেমাটি  প্রায় ৪০০ বছরের পুরোনো প্রেক্ষাপটে মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এই সিনেমায়  অভিনয় করেছেন–শরীফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, ইরেশ যাকের, সাদিয়া আয়মান, আবুল কামাল আজাদ, মিথিলা, খায়রুল বাশার, শাহানা সুমিসহ অনেকে।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'শরীফুল রাজ অভিনীত ৩ সিনেমার মধ্যে আমাদের এখানে "ওমর" ও "দেয়ালের দেশ" বেশ ভালো যাচ্ছে।  "দেয়ালের দেশ" সিনেমাটি বেশি শো দিয়ে শুরু করলেও এখন শো একটু কম পাচ্ছে। আগামী সপ্তাহ পর্যন্ত দেখি কী হয়।'

এছাড়া মাল্টিপ্লেক্সে 'মোনা: জ্বীন-২' সিনেমাটি মোটামুটি চলছে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, সামিনা বাসার, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠুসহ অনেকে।

পূজা চেরি ও আদর আজাদ অভিনীত কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমা 'লিপিস্টিক যেকজন দর্শক দেখেছেন বেশ প্রশংসা করছেন। তবে সীমিত হলে চলার কারণে তেমন আলোচনায় আসতে পারছে না সিনেমাটি। আগামী সপ্তাহে বেশিসংখ্যক হল পেলে হয়তো আলোচনায় আসতে পারে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, মনিরা মিঠুসহ অনেকেই।

শবনম বুবলি, সাইমন সাদিক, আনিসুর রহমান মিলন ও জিয়াউল রোশান অভিনীত সিনেমা 'মায়া দ্য লাভ'। জসিম উদ্দিন জাকির পরিচালিত সিনেমাটি কয়েকটি হলে মুক্তির পর এখনো তেমন আলোচনায় আসতে পারেনি। অন্যদিকে, জাহিদ হোসেন পরিচালিত সিনেমা 'সোনার চর' সিনেমাটি কয়েকটি সিনেপ্লেক্সে ও সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেলেও দর্শকদের মধ্যে সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। এই সিনেমায় অভিনয় করেছেন– ওমর সানী, মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, স্নিগ্ধা, শবনম পারভীনসহ অনেকে।

এর মধ্যে ঈদে মুক্তির তৃতীয় দিন স্টার সিনেপ্লেক্সে থেকে নেমে গেছে দু'টি সিনেমা। ঈদের পঞ্চমদিন নেমেছে আরেকটি বাংলা সিনেমা। এর মধ্যে প্রথম সিনেমাটি হলো কাজী হায়াৎ পরিচালিত কাজী মারুফ অভিনীত  'গ্রিনকার্ড'। এছাড়া ছটকু আহমেদ পরিচালিত সরকারি অনুদানের সিনেমা  'আহারে জীবন' সিনেপ্লেক্স থেকে নেমে গেলেও লায়ন সিনেমাসে চলছে।

স্টার সিনেপ্লেক্সে থেকে নেমে যাওয়া আরেকটি সিনেমা হলো ফুয়াদ চৌধুরী পরিচালিত 'মেঘনা কন্যা'। এই সিনেমায় অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইনসহ অনেকে।

সিনেমা সংশ্লিষ্ট অনেকেই তাদের মতামত জানিয়ে ঈদের সিনেমা নিয়ে। তারা বলেছেন, ঈদের সময়ে ১১টি সিনেমার মুক্তি কোনোভাবেই ভালো সিদ্ধান্ত নয়। ঈদ উৎসবে চারটার বেশি সিনেমা মুক্তি দেওয়া ঠিক হয়নি। আগামীতে এই বিষয়ে প্রযোজকদের ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে।

একইসঙ্গে শরীফুল রাজ অভিনীত ৩ সিনেমা মুক্তি দেওয়া ঠিক হয়নি বলেও মতামত দিয়েছেন কেউ কেউ। ঈদ উৎসবে তার অভিনীত একটি সিনেমা মুক্তি পেলে দর্শকদের মধ্যে বেশি সাড়া ফেলত বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা। 

সর্বশেষ
জনপ্রিয়