ঢাকা, ২০২৪-০৫-০৪ | ২০ বৈশাখ,  ১৪৩১

লেগস্পিনার ও চায়নাম্যান বোলার খুঁজে বের করতে চান মুশতাক

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:৪৪, ২৪ এপ্রিল ২০২৪  

বাংলাদেশের ক্রিকেট লেগস্পিনারের হাহাকার বহুদিনের। গণ্ডায় গণ্ডায় বাঁহাতি স্পিনার আসলেও বাঁহাতি লেগস্পিনার বা চায়নাম্যান বোলারও পাওয়া যায় না এই দেশে।

এবার বাংলাদেশের স্পিন কোচ হয়ে এসেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী লেগস্পিনার মুশতাক আহমেদ। তার হাত ধরে কি সেই আক্ষেপ ঘুচবে?

মুশতাক অবশ্য আশার কথা শোনালেন। জানালেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে কথা বলে ক্লাব আর প্রথম শ্রেণির কোচদের সঙ্গে দেখা করে লেগস্পিনার আর চায়নাম্যান বোলার খুঁজে বের করার চেষ্টা করবেন।

আজ (মঙ্গলবার) জাতীয় দলের ক্রিকেটার-কোচদের সঙ্গে পরিচয়পর্ব শেষে বিসিবির এক ভিডিওবার্তায় মুশতাক বলেন, ‘কোচ হিসেবে আমার বিশ্বাস রাখতে হবে। আমি এখানে এসেছি স্পিন ডিপার্টমেন্টে একটা পার্থক্য গড়ে দিতে। আমার মনে হয়, তরুণ এবং সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে আমি আমার জ্ঞান ভাগাভাগি করতে পারব। আশা করছি, আমরা পার্থক্য গড়তে পারব।’

বাংলাদেশ দলের জন্য লেগস্পিনার এবং চায়নাম্যান বোলার খুঁজে বের করতে চান মুশতাক। তিনি বলেন, ‘এশিয়ার নেটে সবসময় একজন লেগস্পিনার, মিস্ট্রি স্পিনার এবং চায়নাম্যান দেখা যায়। আমার মনে হয়, এই জায়গায় আমি অভিজ্ঞতা কাজে লাগাতে পারব।’

‘আশা করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে, ক্লাব এবং প্রথম শ্রেণির ক্রিকেটারদের সঙ্গে কথা বলে, আমরা লেগস্পিনার এবং চায়নাম্যান বোলার খুঁজে বের করতে পারব। সাদা বলের ক্রিকেটে মাঝের ওভারে উইকেট নিতে হলে আমাদের এই স্পিনার লাগবে।’

সর্বশেষ
জনপ্রিয়