ঢাকা, ২০২৪-০৫-১৭ | ২ জ্যৈষ্ঠ,  ১৪৩১

বিশ্বকাপ প্রস্তুতি মাথায় রাখলেও পরীক্ষা-নিরীক্ষার পক্ষে নন শান্ত

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৩:২২, ৩ মে ২০২৪  

মাঝখানে শ্রীলঙ্কার সাথে সিরিজটি সে অর্থে ভালো কাটেনি তার। ওয়ানডে ছাড়া টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

আগামীকাল (শুক্রবার) থেকে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে যে টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে, তাতে টিম বাংলাদেশের লক্ষ্য কী? সিরিজ শুরুর আগে প্রেস কনফারেন্সে এ প্রশ্ন উঠলো।

জবাব দিতে গিয়ে শান্ত প্রথমেই আস্থা ও আত্মবিশ্বাস নিয়ে জানিয়ে দিলেন, ‘প্রথমত অধিনায়ক হিসেবে এই সিরিজটা জিততে চাই। এটাই প্রথম লক্ষ্য।’

এরপর বিশ্বকাপের প্রস্তুতির কথাও মাথায় আছে তার। তাই মুখে এমন কথা, ‘আর (বিশ্বকাপ) প্রস্তুতি তো অবশ্যই, ওটা আমাদের মাথায় থাকবে।’

জিম্বাবুয়ের এ দলটির কাছে হারা চলবে না। জিততেই হবে। এবং সেটা সহজে ও বড় ব্যবধানে। শান্তর মাথায় সে চিন্তাটাও আছে। টাইগার অধিনায়ক বলেন, ‘প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে দেখব কিংবা অনেক পরীক্ষা-নিরীক্ষা করবো, তাও না। পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হবে না এ কারণে যে ১৫টা প্লেয়ার এখানে আছে, সবাই সামর্থ্যবান এই দলকে হারানোর জন্য। আমি বলব সুন্দর প্রস্তুতি এবং কোন কোন জায়গায় দরকার সেখানে ভালো প্রস্তুতি নিয়ে যেন আমরা বিশ্বকাপে যেতে পারি।’

বিশ্বকাপের প্রস্তুতিতে ফিল্ডিংয়ে ভুল নিয়েও কি কোনো কাজ করবেন? এ প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘ফিল্ডিংয়ে মিসটেক কখন হয়েছে, আমার ঠিক মনে নেই। সেটা ভিন্ন ফরম্যাট। এখানে অনেক নতুন ক্রিকেটার। হ্যাঁ, ফিল্ডিংটা অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দলেরই আসল লক্ষ্য থাকে ফিল্ডিংটা কীভাবে আরো ভালো করবো। আমাদের ফিল্ডাররা মাঠে ইনটেন্ট শো করার চেষ্টা করে এবং কারো উন্নতির দরকার হলে সেটা নিয়ে তারা কাজ করছে। এখন পর্যন্ত ফিল্ডিংয়ের দিক থেকে আমাদের এই দলটা ভালো অবস্থায় আছে।’

সর্বশেষ
জনপ্রিয়