ঢাকা, ২০২৪-০৫-০৯ | ২৫ বৈশাখ,  ১৪৩১

ব্রঙ্কসে বাকার মহান বিজয় দিবস পালন ও অভিষেক অনুষ্ঠিত

প্রবাস নিউজ :

প্রকাশিত: ০৭:২৪, ২০ ডিসেম্বর ২০২৩  

বাংলাদেশ আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর আয়োজনে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে জাকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস ও বিজয় শোভাযাত্রা। একই সঙ্গে সংগঠনটির নতুন কমিটির অভিষেকও অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা সিডিপ্যাপ ও এ্যালেগ্রা হোম কেয়ারের সিইও ড. আবু জাফর মাহমুদ।

ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রথম পর্বের সভাপতিত্ব করেন বাকার সদ্য বিদায়ী সভাপতি আহবাব চৌধুরী খোকন। সংগঠনের সাধারন সম্পাদক সারওয়ার চৌধুরীর সঞ্চালনায় প্রথম পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন বাকার নবনির্বাচিত সাধারন সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল, সাবেক সভাপতি আবুল হাশিম হাসনু, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, কমুউনিটি এ্যাক্টিভিষ্ট সিরাজ উদ্দিন সোহাগ, জালাল চৌধুরী, লেইছ চৌধুরী, কবি সোনিয়া কাদের প্রমুখ।

এরপর অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাসহ আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেয়া হয়। আবুল হাশিম হাসনু, সুহেল আহমেদ, লিয়াকত আলী, সালমা সুমি, এনওয়াইপিডির সাবেক সিনিয়র ডিকেটটিভ মাসুদ রহমান, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, জ্যামাইকা ফেন্ডস সোসাইটির সাধারন সম্পাদক জে মোল্লা সানি, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, এবিসিএইচ ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা তরিকুল ইসলাম মিঠু, আওয়ামীলীগ নেতা আবদুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিক, এজেএম জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারন সম্পাদক আতাউর রহমান সেলিম, সিলেট বার কাউন্সিলের সাবেক সভাপতি এটিএম ফয়েজ।

এরপর নতুন কমিটির নেতাদের অভিষিক্ত করা হয়। তাদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ড. আবু জাফর মাহমুদ।

পরে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। নবনির্বাচিত সাধারন সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেলের সঞ্চালনায় এ পর্বের শুরুতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী ও প্রধান অতিথি আবু জাফর মাহমুদ।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন কালা মিয়া বয়াতি, শায়লা আজিম। দলীয় নৃত্য পরিবেশন করেন বেশ কয়েকজন নৃত্য পরিবেশন করেন বেশ কয়েকজন শিল্পী।

আরও পড়ুন
সর্বশেষ
জনপ্রিয়