ঢাকা, ২০২৪-০৪-৩০ | ১৬ বৈশাখ,  ১৪৩১

আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর ইফতার পার্টি

আমেরিকা প্রবাসীদের মধ্যে বিভক্তি কেন প্রশ্ন ব্যারিষ্টার সুমনের

প্রবাস নিউজ :

প্রকাশিত: ০২:০৫, ৩ এপ্রিল ২০২৪  

এবার আমেরিকায় বসবাসরত প্রবাসীদের বিভক্তি নিয়ে প্রশ্ন তুললেন ব্যারিষ্টার সায়েদুল হক সুমন এমপি। সেইসাথে এই বিভক্তি মতানৈক্য তাড়াতাড়ি মিটিয়ে ফেলারও অনুরোধ জানান স্যোস্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় এই সংসদ সদস্য।

সোমবার আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নিউইয়র্ক সিটির বাংলাদেশী অধ্যুষিত স্টার্লিং এভিনিউর গোল্ডেন প্যালেস পার্টি হলে আয়োজিত ওই অনুষ্ঠানে কয়েক’শ প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন, নিউইয়র্ক স্টেইট সিনেটর নাটালিয়া ফার্নান্দেজ, লুইস সেফুলভিদাসহ বেশ কয়েকজন মূলধারার রাজনীতিবিদ, স্যোসাল এ্যাক্টিভিষ্ট।

ব্যারিষ্টার সুমন বলেন, আমেরিকার নাম হচ্ছে ইউনাইটেড স্টেট অব আমেরিকা। আমেরিকা যেখানে ইউনাইটেড সেখানে এদেশে বসবাসরত বাংলাদেশীরা কেন ইউনাইটেড থাকবে না। তিনি বলেন, আপনারা কিছুই পাবেন না যদি এতো দলে বিভক্ত থাকেন। কিছুই অর্জন করতে পারবেন না। সুমন বলেন, যদি আপনারা ঐক্যবদ্ধ হন তাহলে বাংলাদেশের এয়ারপোর্টে ভিআইপি মর্যাদা পাবেন।

সংগঠনের সভাপতি আব্দুন শহীদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জামাল হুসেইনের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনেটর নাটালিয়া ফার্নান্দেজ, লুইস সেপুলভিদা, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট এর ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান, সারাহ হোম কেয়ারের ডাঃ শাহজাদী পারভীন, এ্যাডভোকেট নাসির উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশনের সাধারন সম্পাদক আব্দুর রকিব মন্টু প্রমুখ।

এ সময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করে নেয় হৃদয়ে বাংলাদেশসহ বিভিন্ন ব্যাক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম আবুল কাশেম ইয়াহহিয়া।

আরও পড়ুন
সর্বশেষ
জনপ্রিয়