ঢাকা, ২০২৪-০৫-১৯ | ৫ জ্যৈষ্ঠ,  ১৪৩১

প্যারিসে ডুববে না পিএসজি, বিশ্বাস এমবাপ্পের

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৪:৪৫, ৮ মে ২০২৪  

বরুশিয়া ডর্টমুন্ডের মাঠ থেকে হেরে ফিরেছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে ডর্টমুন্ড। কিলিয়ান এমবাপ্পে ওই ম্যাচে বোতলবন্দী ছিলেন। তবে দ্বিতীয় লেগে ঘরের মাঠে জয় তুলে নিয়ে ফাইনালে যাওয়ার ব্যাপারে আশাবাদী এমবাপ্পে। 

মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে যোগ দিলে এটাই লা প্যারিসিয়ানদের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের শেষ সুযোগ এমবাপ্পের। তার আগে উঠতে হবে ফাইনালে। জার্মান ক্লাবটির বিপক্ষে বড় ওই ম্যাচের আগে এমবাপ্পে বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে, পিছিয়ে পড়া স্কোর থেকে ফিরে আসতে পারবো এবং ফাইনালে যেতে পারবো।’

ফাইনালে যাওয়ার চাপ আছে পিএসজির। ঘরের মাঠে খেলবে তারা। আবার তাদের সেমিফাইনালে বিদায় নেওয়ার রেকর্ডও আছে। বিষয়টি নিয়ে এমবাপ্পে বলেন, ‘দলের ওপর অনেক চাপ আছে। এটাই স্বাভাবিক, কারণ আমাদের ফাইনালে যাওয়া নিয়ে শঙ্কা আছে। আমরা এই চাপ নিয়ে সতর্ক।’

পিএসজির কোচ লুইস এনরিকে জানিয়েছেন, এই ম্যাচে তাদের দল হিসেবে খেলতে হবে। প্রয়োজনে এমবাপ্পের রক্ষণে সহায়তা করতে হবে, ‘আমরা দল হিসেবে খেলবো। সেজন্য আমি চাইবো ফরোয়ার্ডরা ঠিকঠাক রক্ষণভাবে বল পাঠাবে। এমনকি বিশ্ব সেরা খেলোয়াড়কেও রক্ষণে সহায়তা করতে হবে।’

সর্বশেষ
জনপ্রিয়