ঢাকা, ২০২৪-০৫-০৯ | ২৫ বৈশাখ,  ১৪৩১

হৃদয়ে বাংলাদেশের আয়োজনে

ব্রঙ্কসে বিজয় শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

প্রবাস নিউজ ডেস্ক :

প্রকাশিত: ০৬:১১, ২০ ডিসেম্বর ২০২৩   আপডেট: ০৫:২৪, ২১ ডিসেম্বর ২০২৩

নিউইয়র্কের ব্রঙ্কসে দিনভর নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন করেছে হৃদয়ে বাংলাদেশ। এশিয়ান ড্রাইভিং স্কুলের হলরুমে মুক্তিযুদ্ধের ওপর শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতাি দিয়ে শুরু হয় দিনের কার্যসূচী। 
অনুপ দাস ডান্স একাডেমির পরিচালনা পরিষদের সুরাইয়া আলম ও মিথান দেব 
এর পরিচালনায় এ পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিচারকের দায়িত্বে ছিলেন নাট্য ব্যক্তিত্ব এজাজ আলম ।
দুপুর দেড়টায় যুক্তরাষ্ট্র আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশার পরিচালনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প অর্পণের মধ্য দিয়ে দোয়া পরিচালনা করা হয়। যেখানে প্রধান অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডঃ নূরুন্নবী। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলােদেশের কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা, ডঃ জিনাত নবী আরো উপস্হিত ছিলেন ডঃ এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী।
১৭ ডিসেম্বর দুপুর দেড়টায় ছিল বিজয় শোভাযাত্রা, আর ঠিক সেই সময় ছিল মুষলধারে বৃষ্টি তবুও বৃষ্টি কে উপেক্ষা করে বিজয় শোভাযাত্রায় যোগ দেন কমুউনিটি বোর্ড  ৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী ,বীর মুক্তিযোদ্ধা মুনশি বশির, কমান্ডার আবদুস সালাম,সিরাজুদ্দিন সোহাগ, জগলুল চৌধুরী,জালাল চৌধুরী, খবির উদ্দিন ভুইয়া,সেলিম রেজা, এইচএম ইকবাল, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, যুদ্ধবন্ধি হাজী আব্দুর রহমান, জামাল আহমেদ, সিদ্দিকুর রহমান সুমন,নুরুল ইসলাম মিলন, কাজী রবি উজ জামান, হাসান আলী, সৈয়দ ফয়েজ, আবদুল কাদের, আহমেদ টিটু, কোয়ান্টাম মেডিটেশনের ব্ংক্সের নেতৃবৃন্দ, ঢাকা ড্রামার সদস্যবৃন্দসহ
যুক্তরাস্ট্রের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ছাড়া ও অনেক প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন! হৃদয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট সাইদুর রহমান লিংকনের বক্তব্যের মধ্যে দিয়ে শোভা যাত্রা শেষ হয় ।
বিকাল ছ’টায় আল আকসা পা হলে পবিত্র কোরান তালাওয়াত ও গীতা পাঠ করে শুরু করা হয় সংঙ্গীতানুষ্ঠান পর্ব। তারপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত বাজানো হয় ! প্রথমেই মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় ! আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করেন সিরাজউদ্দিন সোহাগ এবং মুক্তিযোদ্ধাদের
প্রতিনিধি হয়ে কথা বলেন বীর মুক্তিযোদ্ধা নাসির, তাছাড়া উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সহ কমিউনিটির
নেতৃস্হানীয় ব্যক্তিবর্গ ! মেইন স্ট্রিম লিডার
আব্দুস শহীদ, কমিউনীটি বোর্ড ৯ এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ এন মজুমদার, আবদুর রহিম বাদশা, আবিদুর রহিম হাওলাদার, নাসিমা ইয়াসমিন, ফরিদা ইয়াসমিন, পারভিন, দেওয়ান আকিব,মাসুম আহমেদ, এইচ এম ইকবাল, আনোয়ার হোসেন বাবর, সবুর আহমেদ
মোশাররফ হোসেন, অনুপ দাস ডান্স একাডেমির অভিভাবক ও ছাত্র-ছাত্রী এবং
সংগীতে ছিলেন শারমিন তানিয়া, সৈয়দ ফয়েজ, টিটু আহমেদ , আব্দুল কাদের, জোসেফিন মিষ্টি । 
আরটিভি থেকে মাসুদুল কবির,টিবিএন থেকে শামীম আহমেদ ,তূষার পিকসহ
অনেক প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়া উপস্হিত ছিলেন !
সবশেষে  প্রেসিডেন্ট সাইদুর রহমান লিংকনের সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয় ।

আরও পড়ুন
সর্বশেষ
জনপ্রিয়