ঢাকা, ২০২৪-০৫-১৭ | ২ জ্যৈষ্ঠ,  ১৪৩১

এপ্রিলে রপ্তানি কমেছে প্রায় ১ শতাংশ

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৩:১৬, ৩ মে ২০২৪  

চলতি বছরের এপ্রিলে রপ্তানি আগের বছরের চেয়ে শূন্য দশমিক ৯৯ শতাংশ কমে ৩৯১ কোটি (৩ দশমিক ৯১ বিলিয়ন) ডলারে দাঁড়িয়েছে। তৈরি পোশাক খাতে চালানে ধীর গতিসহ অন্যান্য কারণে কমেছে রপ্তানির গতি। গত বছরের এপ্রিলে ৩৯৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করে উদ্যোক্তারা।

এর আগে মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ছিল প্রায় ১০ শতাংশ, ওই মাসে রপ্তানি হয় ৫১০ কোটি ডলার। এপ্রিলে রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি পাশাপাশি লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। লক্ষ্যমাত্রার ১৬ দশমিক ৭৮ শতাংশ অর্জন হয়নি। এপ্রিল মাসে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৪৭০ কোটি ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বৃহস্পতিবার (২মে) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ইপিবির প্রতিবেদন অনুযায়ী অর্থবছরের ১০ মাস (জুলাই-এপ্রিল) কৃষিপণ্য,প্লাস্টিক পণ্য, রাবার, পোশাক খাত ও পাদুকা খাতে ইতিবাচত প্রবৃদ্ধি রয়েছে। অন্যদিকে চামড়া, পাটজাত পণ্যে নেতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।

আলোচ্য সময়ে রপ্তানি ৪ হাজার ৭৪৭ কোটি ডলার বা ৪৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলারেরে পণ্য রপ্তানি হয়েছে। প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৩ শতাংশ। আলোচ্য সময়ের আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৬ দশমিক ৮৭ শতাংশ কম। এ ১০ মাসে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৯৭ কোটি ডলার।

চলতি অর্থবছরে দশ মাসে তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে ৪ দশমিক ৯৭ শতাংশ। প্রায় ৪ হাজার ৪৯ কোটি বা ৪০ দশমিক ৪৯ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এছাড়া প্লাস্টিক পণ্যে ১৭ দশমিক ৮৭, কৃষিপণ্যে ৬ দশমিক ১২, রাবারে ১২ দশমিক ৭৩ ও পাদুকা খাতে ৮ দশমিক ৭১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

অন্যদিকেআলোচ্য সময়ে চামড়ায় ১৩ দশমিক ৩২ শতাংশ, পাট পণ্যে ৭ দশমিক ৫ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়