ঢাকা, ২০২৪-০৪-২৮ | ১৪ বৈশাখ,  ১৪৩১

ভারতেই হবে পুরো আইপিএল, বাকি অংশের সূচি প্রকাশ

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০১:৫৬, ২৬ মার্চ ২০২৪  

আসন্ন জাতীয় নির্বাচনের কারণে আইপিএলের পুরো সূচি একসঙ্গে দেয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। প্রাথমিকভাবে অর্ধেক সূচি ঘোষণা করা হয়েছিল। এবার বাকি অংশের সূচিও প্রকাশ করলো তারা।

নির্বাচনের কারণে আইপিএলের বাকি অংশ ভারতের মাটিতে হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। তবে এবার সূচি থেকে জানা গেলো, পুরো আইপিএল অর্থাৎ ৭৪টি ম্যাচ ভারতেই হবে।

কোয়ালিফায়ার ১ এবং এলিমিনেটর ম্যাচ হবে ২১ এবং ২২ মে মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৪ এবং ২৬ মে চেন্নাইয়ের চিপকে।

প্রথমভাগে ৭ এপ্রিল পর্যন্ত ২১ ম্যাচের সূচি ঘোষণা করেছিল বিসিসিআই। দ্বিতীয় ধাপের ম্যাচগুলোর আগে কোনো বিশ্রামের সুযোগ থাকছে না। ৮ এপ্রিল থেকেই শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের খেলা।

প্লে-অফ শুরুর আগে অবশ্য একদিন বিরতি রয়েছে ২০ মে। ২১ মে থেকে মাঠে গড়াবে প্লে-অফের লড়াই।

সর্বশেষ
জনপ্রিয়