ঢাকা, ২০২৪-০৪-২৮ | ১৪ বৈশাখ,  ১৪৩১

ফ্রান্সে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০১:১৭, ১৯ মার্চ ২০২৪  

ফ্রান্সের প্যারিসে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। রোববার (১৭ মার্চ) দিবসটি উপলক্ষে প্যারিসের একটি রেস্টুরেন্টে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে ফ্রান্স আওয়ামী লীগ।

 

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ফ্রান্স আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা। ছবি: সময় সংবাদ

 

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ফ্রান্স আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা।

 

ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছের 
পরিচালনায় সভায় বক্ত্যে দেন সহ-সভাপতি সোহরাব মৃধা, মুক্তিযোদ্ধা কামরুল হাসান বকুল, মন্জূরুল হাসান চৌধুরী সেলিম, ফয়সাল ইকবাল হাসমি প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, আজীবন বঙ্গবন্ধু ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে জেল, জুলুম ও অত্যাচার সহ্য করে বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের জন্য লড়াই করে গেছেন। তারই ফলশ্রুতিতে বাঙালি জাতি পেয়েছে স্বাধীন সার্বভৌম একটি দেশ। 


বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত কাজ করে চলেছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

 

মিলাদ মাহফিল শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত এবং দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

 

 

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়