ঢাকা, ২০২৪-০৪-২৮ | ১৪ বৈশাখ,  ১৪৩১

কুয়েতে শিশু-কিশোরদের রং তুলিতে বঙ্গবন্ধুর সোনার বাংলা

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৫:৫৫, ১৭ মার্চ ২০২৪  

জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বঙ্গবন্ধুর সোনার বাংলা, মুক্তিযুদ্ধ, বাংলার সংস্কৃতিসহ একেঁছে লাল সবুজের পতাকা। জাতির পিতার ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় কুয়েতে বেড়ে উঠা শিশু কিশোররা রং তুলিতে এঁকে চলেছে বিভিন্ন চিত্র।

তিনটি গ্রুপে ভাগ করা প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় পতাকা, অপরূপ বাংলাদেশ, বাংলাদেশের গ্রাম, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ প্রতিযোগিতার মূল বিষয়।

বাংলার সংস্কৃতি প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের হৃদয়ে ধারণ করতে দূতাবাসের এমন উদ্যোগ প্রশংসনীয় বলছেন প্রবাসী বাংলাদেশিরা।

শুক্রবার (১৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত চলে প্রতিযোগিতা। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামানসহ দূতাবাসের কর্মকর্তারা।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়