১৪ মসজিদে ঈদুল ফিতরের নামাজে বাংলায় খুতবা শুনবেন প্রবাসীরা

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রবাস নিউজ

প্রকাশিত : ০৪:০৩ এএম, ১০ এপ্রিল ২০২৪ বুধবার

প্রতিবারের মতো এবারের ঈদুল ফিতরের নামাজেও কুয়েতে বাংলা খুতবা শুনতে পারবেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ঈদের দিন ১৪টি মসজিদে খতিবরা বাংলা খুতবা পড়বেন বলে কুয়েতে অবস্থিত বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র জানিয়েছে।

শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে বুধবার (১০ এপ্রিল) কুয়েতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। ওইদিন দেশটির সব মসজিদে একযোগে ভোর ৫টা ৪৩ মিনিটে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বাংলাদেশ অধ্যুষিত এলাকা জিলিব আল শুয়েখ, ফরওয়ানিয়া, কুয়েত সিটিসহ কয়েকটি জায়গায় এ খুতবা পাঠ করা হবে। ঈদের নামাজপরবর্তী এসব খুতবা পাঠ করবেন ১৪ জন বাংলাদেশি খতিব।

১৪ মসজিদে ঈদুল ফিতরের নামাজে বাংলায় খুতবা শুনবেন প্রবাসীরা

কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সদস্য আবুল কাশেম জানান, ১৪টি মসজিদে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধানে বাংলা খুতবা শোনানো হবে। এ তালিকায় রয়েছে হাসাবিয়া, ফরওয়ানিয়া, কুয়েত সিটি, মাহবুল্লাহ, কাবাদ, আমগারা, জাহরা, আব্দালি, রুমাইছিয়া, সুলাইবিয়া, সালমি রোডের মসজিদ।

প্রতিবারের মতো কুয়েতে এবারও বাংলা খুতবার ব্যবস্থা করা হয়েছে জানতে পেরে খুশি হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।