প্রাইমারিতে নিউইয়র্কে একমাত্র বাংলাদেশী প্রার্থী মনজুর চৌধুরী

প্রবাস নিউজ ডেস্ক :

প্রবাস নিউজ

প্রকাশিত : ০৩:৪৫ এএম, ১ এপ্রিল ২০২৪ সোমবার | আপডেট: ০৯:৪৫ পিএম, ১ এপ্রিল ২০২৪ সোমবার

আগামী মঙ্গলবার ২রা এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারি। নিউইয়র্ক সিটিতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে ব্যালটে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে নাম থাকবে জোসেফ আর., বাইডেন জুনিয়র ও ডিন ফিলিপসের। আর রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে নাম থাকবে ডোনাল্ড জে. ট্রাম্প, বিবেক রামাস্বামী, ক্রিস ক্রিস্টি ও নিকি হ্যালির। 

এ বছর নিউইয়র্ক সিটি থেকে কেবল একজান বাংলাদেশীর নাম পাওয়া গেছে ডেলিগেট হিসাবে যিনি প্রার্থীতা দিয়েছেন। তিনি হচ্ছেন মূলধারার রাজনৈতিক ব্যক্তিত্ব মনজুর চৌধুরী। ন্যাশনাল ডেমোক্রেটিক কনভেনশনে তিনি কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ১৩ থেকে প্রার্থিতা দিয়েছেন। 

নিউইয়র্ক সিটিতে মঙ্গলবার ভোটগ্রহণ শুরু হবে সকাল ৬ টায়, একটানা চলবে রাত ৯টা পর্যন্ত৷ বাংলাদেশী হিসেবে আমরা সবাই মনজুর সাহেবের জন্য গর্বিত। আশা করছি উনি বাংলাদেশী ডেলিগেট হিসেবে নির্বাচনে জয়লাভ করবেন৷