মনোনয়নপত্র অনলাইনে জমা নেয়ার কথা ভাবছে ইসি

প্রবাস নিউজ ডেস্ক :

প্রবাস নিউজ

প্রকাশিত : ০৯:৪৩ এএম, ১০ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র অনলাইনে জমা নেয়ার বিধান সংযোজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। ওই পরিকল্পনা বাস্তবায়ন হলে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রার্থীর মনোনয়নপত্র সরাসরি জমা দিতে হবে না। বিষয়টি নিয়ে কমিশনের পরবর্তী সভায় আলোচনার জন্য তোলা হবে।

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান সোমবার (৯ জানুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ইসির এসব পরিকল্পনার তথ্য জানান।

বিশ্বে বাংলাদেশ ডিজিটাল দেশ হিসেবে পরিচিত উল্লেখ করে ইসি আহসান হাবিব খান বলেন, ‘এখন নিজেদের স্মার্ট বাংলাদেশ দাবি করি। এখন স্কুল-কলেজ থেকে শুরু করে সবকিছুর আবেদনই অনলাইনে সাবমিশন হচ্ছে। অনলাইনে সাবমিশন দিলে সুবিধা আছে। জনপ্রতিনিধিরা শোডাউন দিয়ে মনোনয়ন জমা দেন। অভিযোগ আছে, যারা সাবমিশন করতে চায় তাদের অনেকে বাধাগ্রস্ত হয়।’

তিনি আরো বলেন, ‘এই চিন্তাভাবনা থেকে কিভাবে অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়া বাস্তবায়ন করব, সে বিষয়ে ইসির আইসিটি একটি প্রেজেন্টেশন দিয়েছে। অনলাইনে মনোনয়ন জমায় যেন অসুবিধা না হয়-সেটি বিবেচনা করা হচ্ছে।’

source : Bohorer Kagoj