বাংলাদেশের দুর্দান্ত জয়

প্রবাস নিউজ ডেস্ক :

প্রবাস নিউজ

প্রকাশিত : ০৮:০৩ পিএম, ৬ মার্চ ২০২৩ সোমবার

ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। টাইগার বোলারদের নৈপুণ্যে দলীয় ৫০ রানে জয়লাভ করে তামিম বাহিনী।

বাটলারকে ফেরালেন তাইজুল
দলীয় ১৫৮ রানে ৭ম উইকেট হারালো ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক জস বাটলারকে লেগ বিফোরের ফাঁদে ফেললেন তাইজুল ইসলাম। টাইগার স্পিনারের বলে আউট হওয়ার আগে ২৪ বলে ২৬ রান করেন বাটলার।

১৩০ রানে ৬ উইকেট নেই ইংল্যান্ডের
সাবধানী শুরুর পর টাইগার বোলারদের নৈপুণ্যে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে ইংল্যান্ড। দলীয় ১৩০ রানে ৬ উইকেট নেই ইংলিশদের। দলীয় ১২৭ রানে জেমস ভিন্স (৩৮) সাকিব আল হাসানের শিকার হওয়ার পর দলীয় সংগ্রহে মাত্র ৩ রান যোগ করে ষষ্ঠ উইকেট হারায় ইংল্যান্ড। ৫ বলে ২ রান করে আউট হন মঈন আলী। ২৯.৪ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৪০ রান।

কারেনকে থিতু হতে দেননি মিরাজ
আগের ম্যাচে অপরাজিত ৩৩ রান করেন স্যাম কারেন। আজ ইংলিশ অলরাউন্ডারকে ২৩ রানে ফেরালেন মেহেদী হাসান মিরাজ। ২৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১৪ রান ইংল্যান্ডের।

২ রানে দুই উইকেট হারালো ইংল্যান্ড
দলীয় ৫৪ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। দলীয় সংগ্রহে মাত্র ২ রান যোগ করতে আরও দুই উইকেট হারিয়েছে ইংলিশরা। ডেভিড মালানকে ইবাদত হোসেনের শিকার হওয়ার পর জেসন রয়কে ফেরান সাকিব আল হাসান। ১০ ওভার শেষে ৩ উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ৫৫ রান।

প্রথম আঘাত সাকিবের
ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। এবার বল হাতে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে প্রথম আঘাত হানলেন টাইগার অলরাউন্ডার। ফেরালেন ৩৫ রান করা ফিল সল্টকে। ৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৫৪ রান।