‘হবেরে খেলা, কাঁপবে শহর’, জোশ নিয়ে গাইলেন আসিফ
প্রবাস নিউজ ডেস্কঃ

বাংলা গানের যুবরাজ বলা হয় তাকে। বিংশ শতাব্দীর শুরুতে তিনি গায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে পা রাখেন এ দেশের শোবিজে। তার ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানের অ্যালবামটি রীতিমত রেকর্ড করেছিল। সেই রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি। ঠিক তাই, আসিফ আকবরের কথাই বলছি।
সমাজ ও অধিকার সচেতন এই গায়ক গান দিয়ে সম্ভব এমন সব পুরস্কারই পেয়েছেন এই দেশে। পেয়েছেন কোটি মানুষের ভালোবাসা। দীর্ঘ দিনের ক্যারিয়ার যাপন করে এখনো জনপ্রিয়তা নিয়ে গান করে যাচ্ছেন তিনি।
সম্প্রতি বেশ সরব হয়েছেন সিনেমার প্লে ব্যাকে। আলোক হাসানের পরিচালনায় বহুল আলোচিত ‘টগর’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এই গানে শ্রোতারা সেই পুরনো আসিফ আকবরের কণ্ঠকে খুঁজে পাবে বলে জানালেন এর সুর-সংগীত পরিচালক আয়ুষ দাস। ‘হবেরে খেলা, কাঁপবে শহর / খেলতে এসেছে ওয়ান অ্যান্ড অনলি টগর’- এমন কথার গানটি লিখেছেন জান্নাত আরা ফেরদৌস মিলা।
এ গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘অনেকদিন পর এমন ধাঁচের গান গাইলাম। আসলে এ ধরনের গান গাওয়া একটু কষ্টের। তার উপর আবার এখন বয়স হয়েছে। কিন্তু এরপরও যখন প্রযোজক পরিচালক বলে এটা আপনাকে ছাড়া হবে না, তখন নিজেই অনুভব করি আসলেইতো! আমি নিজেও গানটি গেয়ে জোশ পেয়েছি।’
সিনেমায় এই গানের সঙ্গে ঠোঁট মেলাবেন ঢাকাই সিনেমার ওঠতি তারকা আদর আজাদ। ছবিতে তিনিই অভিনয় করেছেন নাম ভূমিকায়। তার বিপরীতে দেখা যাবে পূজা চেরীকে। আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, শরীফুল, যোজন, এলআর খান সীমান্ত প্রমুখ।
এরইমধ্যে চট্টগ্রামে সিনেমাটির প্রায় ৮০ শতাংশ দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে নিশ্চিত করেছেন পরিচালক।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক
- বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ পাচ্ছেন তানভীর মোকাম্মেল
- রাজের ৩ সিনেমার পোস্টার দেখে কী যে আনন্দ হয়েছিল: পরীমনি
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!